বেশ ছিলো নীলাকাশ
       ঝলমলে আলো
কোথা থেকে মেঘ এসে
       করে দিল কালো।

এক রাশ বুনো হাওয়া
       তেড়ে তুড়ে আসে
ঘনঘন বাজ পড়ে
       বাড়ি আসে পাশে।

গাছ-পালা ভেঙে ভুঙে
       করে দেয় সাদা
ঝমঝমে বৃষ্টিতে
       পথ ঘাট কাদা।

এর মাঝে কেলো রাম
      উঁকি মেরে দেখে
কতগুলো আম পড়ে
      আম গাছ থেকে।

থেমে গেলে মারে ছুট
     হাতে নিয়ে থলিরে
জয় জয় বলে ডাকে
     কালবৈশাখীরে।