নাদু নুদু বাবু এক
     বলে কোন চাষিরে
খেটে খেটে মরে যাস
     চেয়ে দেখ সুখিরে।


সকালেতে ভেবে যাস
    কিটা দিয়ে খাবি?
রোদে খেটে কালা পড়ে
    সুখ কোথা পাবি?


চাষা বলে থাম থাম
     তার চেয়ে বলো
পটলের সম তব
      দেহ কেন হোলো।


এত এত টাকা থেকে
     কিছু যায় খেতে
বাকি টাকা যায় শুধু
     ডাক্তার পেতে।


রোগ ভরা দেহ নিয়ে
    বলো আছো সুখে
তার চেয়ে কেঁদে কেটে
    বলো আছো দুঃখে।