বল্টু করে লম্ফঝম্প
দেখেছে এবার ভূমিকম্প।
খাচ্ছিল সে থালায় মুড়ি
হাতের থালা গিয়েছে পড়ি।
হঠাত করেই দুলতে থাকে
কেউবা যেন ঠেলছে তাকে।
ভুতটুত নাকি ওরেব্বাবা
এবার বুঝি বসাল থাবা।
দৌড়ে পালায় সবার কাছে
দেখল সবাই দুলতে আছে--
প্রশ্ন করে কাণ্ডটা কী?
ভূতগুলো খুব বড় নাকি?
ঠাম্মা বলে, ''বেয়ারা গুলো,
পৃথিবীটাকেই দুলিয়ে দিলো।
তার দোলেতে দুললে ভাল
নইলে তোমার কোমর গেল।
পড়বে ভেঙে ধপাস করে
তাইতো সবাই ভয়ে মরে।''
বিল্টু বলে, '' তবুও ভাল
দোলটা নেহাত শেখাই ছিল।
নইলে বেটা দুলিয়ে আমায়
মারতো আছাড় একটা থাবায়।'