লিকলিকে প্যালারাম
      হাওয়া হলে ওড়ে,
মোটাসোটা কালুরামে
      ভুড়ি শুধু বাড়ে।

দুজনেতে ভাবে বসে
     যদি এই হত--
মাংসটা আমা হতে
    তোতে চলে যেত।

হিরে সোনা জহরত
     হস্ত বদল হয়--
তবে কেন স্বাস্থ্য শুধু
     একের কাছেই রয়?

চলত দেখি ধ্যানে বসে
     'মহাদেব'কে ডাকি,
এমন প্রথা না চালিয়ে
     দিচ্ছে কেন ফাঁকি?

ধরায় নেমে বলেন প্রভু
    একটা উপায় ধর,
একের খাবার অন্যে দিয়ে
     ইচ্ছে পূরণ কর।