কর্ম সলিল অতলে যখন
    কিছু না খুঁজে পাচ্ছি,
ভরসা দিয়ে কেউবা বলে
     দিচ্ছি দাড়াও দিচ্ছি।


অভিমান করে ছেলেটা বলে
      না খেয়ে স্কুলে যাচ্ছি,
আদর করে সেজন বলে
      দিচ্ছি দাঁড়ারে দিচ্ছি।


বাড়ির বড়রা বলেই চলে
     সেবাটা  কোথায় পাচ্ছি?
সজল চোখে সেজন বলে
     দিচ্ছি সেবা দিচ্ছি।


শুধুই নিলাম আমরা কেবল
      সেজন বিনেই খাচ্ছি,
নিরবে সেজন গুমরে মরে
      দিচ্ছি কেবল দিচ্ছি।