প্রখর রোদ্র তাপে নিদারুণ ধরা
ঘেমে ঘুমে একাকার অশান্তি ভরা।
চাষি তবু রোদে পুড়ে জমিতেই খাটে
মাঠ ভরা ধান এনে ফেলবে সে বাটে।
সব ছিল ঠিকঠাক মাঠ ভরে ধানে
এত ধান দেখে তার আশা জাগে প্রাণে।
হঠাৎ ঈশান কোনে কালো মেঘ জমে
অকালেতে বরিষণ ঝরে অবিরামে।
হায়রে সে বৃষ্টি এত জোরে ঝরে
শিষ থেকে সব ধান মাটিতেই পড়ে।
বৃষ্টিতে জল ধরে চরাচর ভাগে
ধান বীজ জলে ভিজে অঙ্কুর জাগে।
জল দামে ধান বেচে চাষি হয় নিঃস্ব
খেটে খাওয়া মানুষের রোজকার দৃশ্য।
হায়রে সে চাষি তবু আরবার খাটে
নব রূপে আশাগুলি বাঁধি হৃদিপটে।


@@@@@'@
বিগত কালবৈশাখীর ঝড়ে আর জলে চাষিদের করুন অবস্থার পরিপ্রেক্ষিতে লেখা এই কবিতাখানি।