এসো ভাইবোন বাংলায় গাই, বাংলায় ডাকি মাকে--
রবীন্দ্রনাথ, কাজী নজরুল সুকান্তেরই ডাকে।।


ছোট বেলার সহজ পাঠে কিংবা সরল গীতে-
রবীন্দ্রনাথ দিলেগো তুমি জ্ঞানের পরশ চিতে,
সেই পরশে আলোয় এসে,  কেমনে ভুলি তোমাকে।।


সাম্যবাদের কথায় সুরে বিপ্লবেরই বাণে-
কাজী নজরুল রাঙালে হৃদয় চেতনা জাগালে প্রাণে,
সেই চেতনায় রঙিন মোরা না পড়ি দুর্বিপাকে।।


কিশোর কবি জানিয়ে দিলেন দৃপ্ত লেখনীতে-
দরিদ্রের ও সমানাধিকার এ মহা ধরনীতে,
সুকান্তের সেই ভাবনা এখনও জাগায় তাকে।।