সকাল বেলায় পূব দিকেতে
       সোনার রবি ওঠে,
তখন থেকেই এক নিয়মে
       পশ্চিমেতে ছোটে।


তবুও যেন সুখের সময়
       দৌড়ে চলে যায়--
কিন্তু আবার দুঃখের লগন
       যেন কাটেনা হায়।


তাই মনে হয় মাঝে মাঝে
       এমন যদি হত,
সময় টারে লাগাম দিয়ে
       বেঁধেই ফেলা যেত।


কখন দিতাম আলগা করে
     কখন দিতাম টান--
সুখের সময় বাড়ত হেলায়
      দুঃখটা হত ম্লান।