একটা কথায় হয়গো যে কাজ
       দশটা বলিনা যেন-
ইচ্ছে করেই বোঝেনা যে জন
       সে জনে বোঝাব কেন?


নানান মানুষ নানান ভাবে
       নিজের জগৎ বাঁধে,
কেউবা ডাকে দেয়না সাড়া
       কেউবা শুধুই সাধে।


কেউবা সারা জীবন ধরে
        করেই চলে ভুল,
সেই ভুলেরই মাসুল দিতে
       কেউবা হারায় কূল।
      
সেই কূলেরই নিশান পেতে
      পড়ল জীবন বেলা--
শুধুই দিল পেলনা কিছুই
      সাঙ্গ ভবের খেলা।