প্রতিবাদীরা গলা ফাটিয়ে
      দিচ্ছে ঝেড়ে ডাক্
মুখ মরা তুই চুপটি করে
      সবটা সয়েই থাক্।


নিরব থেকে হয়না রে কাজ
      সরব হতে হবে--
মনমরা তুই মননে মরে
      বুঝবি সেটা কবে?


তোর সহনে শোষণ সীমা
     বাড়ছে চতুর্গুন--
নিরবে দেখিস্ নিপীড়িতদের
     ঝরছে হাজার খুন।


জাগরে নিরব, জাগরে বধির
      জাগরে পাষান দল--
ভাঙবে শাসন টুটবে শোষন
      ঘুচবে শাসক বল।।