হায়রে ফুলের মালি
ফেললি চোখে কালি
অশ্রু ঝরাস খালি।


এত,  বিরহ কোথায় পেলি?
কেন,  বাবুর গোলীতে গেলি?
কারোর, চোখেতে চোখ দিলি
তার,  সোহাগে আবেশ পেলি
তাই,  আপন করেও নিলি।


যখন,  সবটা তারে দিলি
ভ্রমর,  করলো তোরে খালি
শেষে, এ দেহ তোর ফেলি
গেল,  অন্য পাড়ায় চলি।


এখন,  দেখরে নয়ন মেলি
তুই,  একাই নসতো বলি
ভবে, কতনা ফুলের কলী
যায়,  কালের তলায় তলি।


তাই,  জাগরে লজ্জা ফেলি
যত, অসহায় নারী মিলি
আয়,  খোলা রাস্তায় চলি
ফেল,  বাবুর মুখোশ খুলি
পাঠা,  বন্ধ কারার গোলি।


তখন, বুঝবে এ ঘোর কলি
যারে,  সদাই পিছনে ফেলি
সে জন, সামনে এল যে চলি
চোখে,  ক্রোধের আগুন জ্বালি।