ইচ্ছে করেই যেজন রহে
     সকল জগৎ ছেড়ে--
বিফল সময় যায়রে ফিরে
     দূরের থেকে দূরে।


প্রিয়ার আবেগ হেলায় ঠেলে
     মগ্ন সদাই কাজে
প্রেমের পাখি অশ্রু ঝরায়
     কামনা জড়ানো সাঝে।


সাধ্য থেকেও সেজন বিমুখ
    সুখের নাগাল থেকে,
সারা জীবনে কত জমালেন
    বলবে হেঁকে ডেকে।


না-এ  পূর্ণ কথার পাহাড়
    যেকোন ভাল কাজে
একটা টাকা দেননা তিনি
    বলেন এসব বাজে।


একটু যেথায় টাকার গন্ধ
     সেথায় যাবেই তিনি-
বাহুতে আনেন টাকার খনি
     সকল বাঁধন ছিনি।


এমনি করে ভবের লীলা
      সাঙ্গ যেদিন হল
দেহ রইল ধন আগলে
     মনটা বিদায় নিল।