তাথৈ-
বানিয়ে
দেয় বিয়ে।
রঙ মাখিয়ে
দেয়গো সাজিয়ে-
পুতুলেরা সাজে সং
মুখে পায়ে মেখে রঙ,
খুকুমনি খুস মেজাজে
বিয়ে দেবার লেগেছে কাজে।
বর   পুতুলের  মননে   আশা
নব,  বধূকে  নিয়ে  বাঁধবে  বাসা।
কনে    পুতুলের    রঙটি  বেশ
ভাবছে  যাবে  নতুন  দেশ;
নিজে খুকু বামুন সাজে
মন্ত্র পড়ে ঘণ্টা বাজে --
ঢোলক বাজে ধীরে
দর্শকেরা ঘিরে।
মিলন মেলা
সারা বেলা
নাচছে
তাথৈ
থৈ।

এরকম একটা ছড়া লেখার ইচ্ছে হল তাই লিখে ফেললাম। কি এর ছন্দ,  তাল,  লয় কিছুই বুঝিনা।