মাস ফুরোলেই পাইযে টাকা
      দুদিন বাদেই ফাঁকা,
আবার কবে ঢুকবে টাকা
      সেটাই চেয়ে থাকা ।


পরের মাসে ঢুকলে টাকা
     কে যে কত পাবে,
আগের থেকেই হিসেব পাকা
    পেলেই,  পেয়ে যাবে।


চাকরি পেলে,  হেলে দুলে
    আয়টা যেমন বাড়ে
খরচটাও পেছন পেছন
    চলবে আড়ে আড়ে।


লেনা দেনার রাখতে হিসেব
     কেমনে সময় যায়?
ক'জন বলো ভাবেন সেটা
     বোঝেন এমন রায়?