শাল পিয়ালের সবুজ বনে
       ডাকছে শালিক আয়--
এই প্রভাতের অমল আলোয়
       ভূবন স্বরূপ পায় ।


শীতল বাতাশ জুড়ায় পরাণ
       জাগায় গহন হিয়া,
সবুজ বিটপ বিলায় শোভা
       আলোর পরশ নিয়া।
    
চাষিরা লাগে চাষের কাজে
      জেলেরা ফেলে জাল,
কামার বসে পেটায় লোহা
      মাঝিরা তোলে পাল।


সবাই সবার সবটা দিয়ে
     পৃথিতে ভরে লাবণ্য--
তাইতো সকাল বিলায়ে সুধা
     আঁখিরে করে ধন্য।


ক্ষুদ্র আমি,  তবুও আনি
      আলোর পরশ চিতে,  
আমার যেটুক সাধ্য,  দেব
      চেতনার পরিধিতে।