বেআক্কেলে মেঘের কাণ্ড
    নিমেষে ঘটায়  সর্ব  পণ্ড
        পালকি চড়ে বৌ আসছে
            বৃষ্টি   নামায়    লণ্ডভণ্ড ।


            হঠাত   করে  বৃষ্টি   আসে
        বেয়ারা ছোটে আসে পাশে
    পালকি  পথে  রইল  পড়ে
বর  রইল  বোএর  পাশে।


মুষল  ধারায়  বৃষ্টি  ঝরে
    জল ঠিকরে ভেতরে পড়ে
        কনের আঁচল ভিজল জলে
            বরের ধূতি কাদার মাড়ে।


             ভাবল  তারা এমন দিন
         বাজছে মনে মিলন বিন
     বাইরে এসে ভিজে ভিজে
নাচল    তা   ধিন্    ধিন্।