বছর বছর আসছে ফিরে জগন্নাথের রথ,
খুশির রঙে রেঙেছে হৃদয়, রেঙেছে গোলির পথ।
একা আসেনি, সঙ্গে আছেন শুভদ্রা বলরাম--
স্বর্গ থেকে মর্তে নেমে বানান অমৃতধাম।
জগৎবাসি আপন করে প্রাণের ঠাকুর মেনে,
ছোটো বড় সবাই মাতে মিলন অনুষ্ঠানে।
জয় জগন্নাথ, জয় বলরাম, জয় শুভদ্রা মা--
খুশিতে ভরো সকল হৃদয় দুঃখ রেখোনা।
তোমার রথে আসুক ভেসে স্বর্গ সুখের সুধা
দূর হয়ে যাক দারিদ্র্যতা, হাজার শিশুর ক্ষুধা।
তোমার রথেই দূর হয়ে যাক কূশিক্ষা দুর্নীতি!
অবাধ্যদের ফেরাও পথে দেখাও আলোক জ্যোতি ।
মাথা উচিয়ে বাঁচার চেয়ে নয়তো কিছুই দামি,
আশিস তোমার দাও হে প্রভূ মিনতি করি আমি।
শুভ রথ যাত্রার প্রীতি ও শুভেচ্ছা