উল্টো রথে  দেখিনু রে ভাই
       উল্টো রকম কাণ্ড,
শিং-এর মাথায় দড়ি বেঁধে
       রথ টানছে ষণ্ড।


রথের চূড়ো নীচের দিকে
      শূন্যে ঘোরে চাকা,
ঠাকুর বামুন শীর্ষাসনে
      হচ্ছে ভ্যাবাচ্যাকা।


কয়টা বানর ঝাঁঝর বাজায়
        হনু বাজায় ঢোল-
ছাগল ভেড়া বেসুরো গানে
        পাকায় গণ্ডগোল।


আসছে যারা রথ দেখতে
      গ্রাম-গঞ্জ ছেয়ে
ফিরছে সবাই স্বেচ্ছাসেবক
     ষাঁড়ের গুঁতো খেয়ে।