অনেক কষ্ট যত্ন পরে পুষ্প ফোটায় বৃতি
মহান মানব আব্দুল কালাম তারই প্রতিকৃতি।
গরীব ঘরে জন্ম নিলেন মাঝি বাড়ির ছেলে-
পড়ার ফাঁকে কাগজ বেচে টাকা কামাতেন স্কুলে।
মধ্যমানের ছাত্র তবু প্রবল চেষ্টা করে-
পদার্থ বিদ্যায় স্নাতক হলেন বাধা সরিয়ে দূরে।
বৃত্তি পেয়ে নিলেন শিখে বিমান প্রকৌশল--
মহাকাশজান রকেট জ্ঞানে মুখ হল উজ্জ্বল।
ক্ষেপনাস্ত্রের উন্নয়নে নতুন দিশা দিলে-
মিশাইল ম্যান উপাধি পেলেন ভারত মাতার ছেলে।
একাদশতম রাষ্ট্রপতি হলেন যোগ্য বলে-
ভারত মাতার শ্রেষ্ট রত্ন ভারত-রত্ন পেলে।
কর্ম সলিলে নিজেরে ডুবায়ে বিদায় শেষে নিলে-
বেদনা আকুল ভারতবাসী ভাষল চোখের জলে।


সদ্য প্রয়াত স্বাধীন ভারতের একাদশম রাষ্ট্রপতি এ পি জে এ আব্দুর কালামের আত্মার শান্তিতে আমার বেদনাতুর অঞ্জলি।