আরাম দেশে হারাম নামে
      রাক্ষস বাস করে,
আলসে ভাবে সেদেশ ছুঁলে
      খপাস্ করে ধরে।

হাড় গুড়িয়ে চিবিয়ে খাবে
      পায়ের থেকে মাথা-
ভালোর ভাল হজম করে
      গিলবে কবির গাথা।
      
আরাম দেশে রতে রতে
     এমন ব্যামো ধরে,
কষ্ট সাধ্য যেকোন জিনিস
     বলবে হবে পরে।

তাইতো আরাম দূরে রেখে
     কর্ম করি বেশি--
কাজের মাঝেই সুখটা খুঁজি
    কাজের মাঝেই খুশি।