নিজের রূপটা নিজে দেখে
       করবে কি আর বধূ
তোমার রূপের নাগর আমি
      বাসব ভাল শুধু।

ওই রূপে কি আছে যাদু
        জানি কেবল আমি
কিরূপ মোহে জড়ায় আমায়
        জানেন অন্তর্যামী
নিজের মুখে যায় কি পাওয়া
         নিজের রূপের মধূ ?

কাজল কালো নয়ন যেন
        আঁধার ঘনায় বনে
সেই আঁধারে হারিয়ে যেতে
       সাধ যে জাগে মনে।।

সংসারেতে বদ্ধ হলাম
        তোমার রূপের টানে
এক সাথেতে চলব দুজন
        জীবন অভিযানে।
মিছেই মুখে ঘোমটা টেনে
       রূপ লুকানো শুধু।।