মহাযোগীরা ধ্যানে বসে
     অনেক কিছুই পান-
সেইটা ভেবে হাবুল চন্দ্র
     ধ্যানে বসতে যান।


সঙ্গে থাকেন নন্দী ভৃঙ্গী
     নামের দুজন চ্যালা,
এই আশাতে, যোগের ফসল
    মিলবে ভাগের বেলা।


চক্ষু মুদি হাবুল চন্দ্র
    বসল পদ্মাসনে,
শব্দ থামায় নন্দী ভৃঙ্গী
   বুঝিয়ে লোকজনে।


পদ্মাসনে বসে হাবুল
    ঢুলতে শুরু করে-
ঘুমের ঘোরে ঢুলে ঢুলে
   প্রায় উল্টে পড়ে।


চেষ্টা করেও গেলোনা ভাঙা
     অনেক ঠেলে ঠুলে-
ঘুমটা শেষে ভাঙল যে তার
     এক বালতি জলে।