যেখানে শ্যামল মাঠের পরে
        সুনীল আকাশ মেশে,
শুভ্র তুলোর মেঘের রাশি
        বেড়ায় আলোয় ভেসে।
সবুজ ধানের পাতার শিরায়
       শিশির বিন্দু ঝরে-
ওই খানেতে নয়ন জুড়ায়
       মুগ্ধ প্রেমের তরে।

যেথায় স্নিগ্ধ বায়ুর রাশি
      শিতল করে হিয়া,
ঝর্ ঝর্ রবে বনানী টারে
     দোলায় কাঁপন দিয়া।
বিরাম বিহীন এমন বাতাশ
   যেথায় বয়েই চলে,
সেথায় মুদি চক্ষু আমার
   স্বপন দেখার ছলে।

যেথায় দুঃখি আয়ের তরে
    অহর্নিশি খাটে,
দিনের শেষে নেভায় শুধু
   ক্ষুধার অনল বাটে।
দুঃখিনী মাতা ছেলেরে নিয়ে
   দিনটা কাটায় ত্রাসে
সেই খানেতে নয়ন আমার
   অশ্রু জলে ভাসে।