মিছেই ঢাকো মুখের কালি
প্রতিবেশীরা দিচ্ছে গালি
তবুও দেখাও নিজের প্রতাপ
সহজ সরল খুঁজি
বুঝিগো বাবা বুঝি।

লাজের মাথা নাইবা র'লো
চেচিয়ে পাড়া মাথায় তোলো
ভণ্ডামি আর বাতুল কথা
বললে সোজাসুজি
বুঝিগো আমি বুঝি।

এমন দেখাও ভাবটা যেন
সারা পৃথিবীর কর্ম জানো
কিন্তু তুমি নিজের কাজে
দাওযে ফাঁকিবাজি
বুঝিগো সব বুঝি।

কেউ মানেনা তোমায় বলে
নিজেই তুমি মোড়ল হলে
সবাই মিলে ধোলাই দিয়ে
নাচাবে তোমায় পাজি
বুঝিগো সবই বুঝি।