সকাল সকাল স্নানটা সেরে
       শুভ্র   সূচি  হয়ে,
শ্যামা মাকে পূজতে গেলাম
       ভক্তি মনে নিয়ে।  


কাছেই গেলাম তারাপিঠে
     বামাক্ষ্যাপার ধাম-
ভক্তি ভরে পূজো দিলে
    পূরবে মনস্কাম    ।


পৌছে দেখি হাজার ভক্ত
   লাইন দিয়ে আছে,
অগ্রে গেলেই অগ্রে যাবে
    তারা মাতার কাছে।


কিন্তু আরেক রাস্তা আছে
    হাত কয়েকের লাইন,
তার জন্যে পকেট থেকে
    লাগবে দিতে ফাইন।


বেশির বেশি ফাইন দিলে
   লাইন সবার আগে,
তারা আবার পূজাও দিতে
   লম্বা সময় পাবে।


মায়ের কাছে সবার যদি
    সমান আধিকার,
এই ব্যাটারা কেমন তবে
   পাচ্ছে এমন ছাড়?