অলি গোলির চারি ধারে
কুকুর গুলো শৌচ করে।
আনমনাতে চলতে গেলেই
পায়ের তলায় জড়িয়ে ধরে।


শিউলি ফুলের সুবাস ফেলে
ওই গন্ধ নাকের তলে
অহর্নিশি হিক্কা ওঠায়
যাচ্ছে জীবন রসাতলে।


এমন সময় উঠল হাওয়া
মুক্তি খানিক যাবে পাওয়া
যায়গো যদি নীল জলেতে
বোতলে ভরে টাঙিয়ে দেওয়া।


যেইনা বাতাশ ছড়িয়ে গেল
অমনি সবাই টাঙিয়ে দিল
অলি গোলি সব দিকেতে
নীল বোতলে আকাশ ছুঁল ।


হয়তো বুঝি এমন কালে
যেথায় সেথায় শৌচ ফেলে
কুকুর গুলো ভদ্র হয়ে
শৌচালয়েই লাইন দিলে।