প্রতি সনে মহালয়া
    এক বারই আসে,
ভোর ভোর উঠে সবে
    রেডিওতে বসে।


টিভি মাঝে ছবি দেখে
    রেডিওতে শুনে-
ফুরফুরে বাঙালীর
    মন চনমনে।


হঠাৎ পোড়ায় বাজি
    দুমদাম শব্দে,
অসুর রুপেতে ছেলে
    সবে যেন যব্দে।


শান্তি উধাও হল
   কান ফাটা বাজিতে,
যত সবে বলে থাম
   থামেনাতো পাজিতে।


দূর্গা রূপিনী মাতা
    লাল চোখ করি,
থামান ছেলেরে তিনি
   কান দুটো ধরি।