আরে,     জাল ফেলেছে প্যালা
প্যালার,   জালে পড়েছে পালা
পালা,     ছাড়াতে সময় গিয়ে
শেষে,     পড়েই এল বেলা।


প্যালার,  নাইতো জালের ছিরি
জালের,  ফাঁস গিয়েছে ছিড়ি
তবু,       ছেড়া জালের টানে
প্যালা,    পুকুরে গেল পড়ি।


পুকুর,     ভরল সাদা পাঁক,
কেবল,    মাছেরি নাই ডাক,
তারা,     প্যালারে দিয়ে লাথি
পালায়,   দৌড়ে  দিয়ে ফাঁক।


শেষে,     বেদম গিয়ে ক্ষেপে
প্যালা,    জলের গতি মেপে
ধরে,       পেল্লায় এক মাছ
সেটার,    মুণ্ডু খানা চেপে।