রাতারাতি বড়লোক হতে চেয়ে শোন ভায়,
যশোদার লিধুরাম ধান্দায় পড়ে যায়।
কোথা থেকে শুনেছে সে না জানি সে কার থেকে,
টাকা হবে দুই গুন কয় মাসে থেকে পেকে।
সাত পাঁচ নাই ভেবে দিয়ে দেয় তার সব-
মনে মানে বড়লোকি চেপে রাখে কলরব।
হঠাতি সে শুনে পায় সেই সে ভিষণ পাজি,
পালিয়েছে মেরে টাকা করে বেশ কারসাজি !
শুধু লিধুরাম নয় আরো আছে কত জন,
চুপে চুপে থেকে সব হয়ে যায় নির্ধন।
এই ভাবে কিছু কীট দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি-
চিটফাণ্ড হয়ে শেষে সমাজের করে ক্ষতি।