জয় তারাকে স্মরণ করো
পাকাটি বেঁধে জ্বালিয়ে ধরো।
হাজার দীপের অমল আলো
সরিয়ে ফেলুক রাতের কালো।
তারা বাতির ঝলকানিতে
নৃত্য জাগুক সবার চিতে।
চক্ষু ধাঁধাক তুবড়ি আলো
রঙ মশালও জ্বলুক ভাল।
আসমান গোলায় পাল্লা দিতে
হাওয়াই চলুক সাথে সাথে।
নিয়ম মেনে সবার তরে
শব্দ বাজি রাখবো দূরে।
রঙ বেঙরের লাইটে কত
সাজাবো বাড়ি মনের মত।
রাত্রী সারা করব মজা
শেষ রাত্রে মায়ের পূজা।
ডাকবো তারে ভক্তি ভরে
কালি তারা শ্যামার পরে।
মায়ের ভক্ত আছো যারা
সবাই বলো জয় মা তারা।