মৌ চাকেতে মধূর মেলা কেউ দেখেছে ফেলে,
যেইনা দেখা অমনি খাওয়ার সাধ উঠল ঠেলে।
মৌমাছিরা ভীষণ রাগি কষ্টে জমায় মধূ
আপন সুধা সামলে রাখে যেমনি ঘরের বধূ।
কিন্তু ডাকাত ভীষণ পাজি কাস্তে ধরে হাতে
ধোয়া দিয়ে অপর হাতে বালতি নিয়ে পাতে ।  
ধোয়ার চোটে পালায় ছুটে যেথায় যত মাছি-
সেই সুযোগে আসে গেছো চাকের কাছাকাছি।
মারলো ছোবল ভাণ্ডারেতে করল মধু সারা,
দংশনেতে হয়না কাবু এমনি লক্ষিছাড়া।
এমনি কত মৌমাছিদের ভাঙল মধূর চাক,
সে সব কি কেউ খোঁজ রাখল যার যাচ্ছে যাক।