চশমা ছাড়াই নৃপেন বাবু দেখেন স্পষ্ট করে-
ঝর্ ঝর্ করে ইংরেজিটা পড়তে পারেন জোরে।
পৌছে ছিলেন স্কুলের গণ্ডী মাত্র বছর ছয়!
ওই টুকুতেই ইংরেজিতে ভয়টা করেন জয়।
খাবার দাবার কম পেলেও দুধটা ছিল বেশি,
খালি চোখে তাইতো তিনি দেখেন অহর্নিশি।
বর্তমানের প্যালার চোখে চশমা সদাই রয়-
দশ বারটা ডিগ্রি শেষে ইংরেজিতে ভয়।
সব কিছুতেই ভেজাল এখন খাবার কিংবা পড়া-
ভেজাল আছে সাহিত্যেতে গল্প কিংবা ছড়া।