ভৈরবেতে আস্থা বলে
পাড়ায় পাড়ায় এল চলে
সবাই জয়ধ্বনি তোলে
বম্ বম্ ভোলে বম্ বম্ ভোলে।


কিন্তু পাড়ার দুটি দলে
বাবার পূজো করার ছলে
ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব তোলে
বম্ বম্ ভোলে বম্ বম্ ভোলে।


কাদের মাইক বাজল জোরে
তুলল চাঁদা জুলুম করে
এসব নিয়ে ঝালে ঝোলে
বম্ বম্ ভোলে বম্ বম্ ভোলে।


শেষে বাবার ভাষান নিয়ে
আগে যাওয়ার দোহাই দিয়ে
দাঙ্গা লেগে যখন হলে
বম্ বম্ ভোলে বম্ বম্ ভোলে।


অবুঝ এদের ভ্রান্তি দড়
মর্মে উপলক্ষ বড়
তুষ্ট তুমি পত্রে ফুলে
বম্ বম্ ভোলে বম্ বম্ ভোলে।