সাধনায় মজে রই
পরিনতি আসে কই?
কোথা হতে বানি শুনে
মন মাঝে তারে লই।


পূর্ণতা যদি আসে
হৃদি তবে সুখে ভাষে
কাল রূপে আলসেমি
বাঁধে তবে নাগপাশে।


ভালোর যে সীমা নাই
শেষ ভাল নাই তাই
যত ভাল ভাল আছে
তারও ভাল করা চাই।


সুধা ময় সেই বানি
প্রাণ বায়ু দেয় আনি
নব নব কৃত কাজে
সুধারস দেবে জানি।