ভরল বাজার শীতের সবজি
          শীতটা শুধুই নাই-
অগ্রহায়ন শেষে, এস
          শীতের গান গাই।


উষ্ণ ধরা তাই হয়তো
      শীত করেছে মান-
দূষণ রূখে সবাই চলো
      ভাঙাই অভিমান।


শীতটা এলেই পূর্ণ হবে
      ষষ্ঠ ঋতুর মালা,
ভরবে বাগান ফুলে ফলে
     গুড়ে ভরবে যালা।


রঙবেরঙের শীতের পোষাক
        পরব দেহে গলে,
দিনের বেলায় রৌদ্রে শোব
       রাতে লেপের তলে।


গরীব দুঃখি শীতের পোষাক
      পেয়েছে অনুদান,
শুধুই তুমি আসছনা যে
      ভুলনা অভিমান।