আকাশের মেঘ ভেঙে ওই বৃষ্টি বাদল এল,  মেঘমল্লার হল,
তাতা থৈ থৈ  শ্রাবণ এসে মন ভরিয়ে দিল।


নাচল ময়ূর তালে তালে পেখম তাহার মেলে-
তার সে মনের আনন্দটা সবার মাঝে দিলে!
এমন ক্ষনে মনকে বেঁধে যায়কি রাখা বলো?


কালো মেঘে আকাশ ঢেকে নামল ছায়া ভবে
প্রখর তাপে বিদায় দিয়ে শান্তি লভে সবে।


বৃষ্টি এসে সরস হল নিরস চাষের জমি
ক্ষরার শেষে হাসল চাষি দেবের চরন নমি।
সবুজ হীনা ধূসর পৃথি শ্যামলে পূর্ণ হল।