নিজের স্বজন বিয়োগ হলে কাঁদছো দেবের কাছে-
মরছে কত কাছে পিঠে খবর কি তার আছে?
যখন তখন মারছো মশা কাটছো মাছের পেট-
এসব করে একটু বুঝি হয়নি মাথা হেঁট।
মুরগিটাকে জবাই করে গিলছো যে তার মাংস!
গড়তে তোমার অট্টালিকা বনবনানি ধ্বংস।
মানবিকতার মৃত্যু কত দেখলে তুমি চেয়ে-
স্বাচ্ছা প্রেমিক মরল কত প্রেমের গাঙে নেয়ে।
সংযমতার মৃত্যু হয়ে মরল কত মেয়ে
নাশকতায় মরল লাখ দিগ্বিদিকে ছেয়ে। এসব দেখে হওকি বলো ক্ষনিক দিশেহারা-
চোখের কোনায় যায় কি দেখা একটু বারিধারা?
হয়তো তবেই কমতে পারে এমন হানাহানি
বুকের ভেতর শুনবে তখন  বিশ্ব প্রেমের বানি।