সরে যারে ধেয়ে আসে ভোলারাম খুড়ো
তেড়ে তুড়ে দু'পা ছুঁড়ে করে তাড়াহুড়ো।
ন'টা দশে গাড়ি তার বাজে ন'টা নয়
তড়িঘড়ি ছুটলেও আরো বাকি ছয়।
চুল গুলো আগোছালো আধকাটা দাড়ি
ন'টা পাঁচে কোনক্রমে ছেড়েছেসে বাড়ি।
এটা সেটা নিতে ভুলে বার বার ফেরে
তাড়া দিতে খুড়িমাযে করে হেরে হেরে।
আজ বলে আজ নয় প্রতিদিনই তাই
তাড়াতাড়ি বেরোনোর কোন হুঁস নাই।
গাড়ি ছেড়ে গেলে খুড়ো করে হায় হায়
ঘন্টায় বসে থেকে পরে গাড়ি  পায়।
এত ছোটে তবু কাকা গাড়ি খান ছাড়ে
পরে বেরনোর সাজা পায় হাড়ে হাড়ে।