হায়রে আমি  বুঝিনা ছাই
থাকবে কেন ঘর জামাই!
থাকতে পড়ে নিজের বাড়ি
শশুর বাড়ির ধরছো হাঁড়ি।
মা বাবাকে একা ফেলে
নির্দিধায়ে চলে এলে।
বোয়ের কথায় উঠে বসে
বুদ্ধি বুঝি যাচ্ছে ধসে।
একটা মেয়ে শশুর পেলে
যেথায় যত সবটা খেলে।
জামাই নামের তকমা পেলে
বলবে না কেউ বাপের ছেলে।
এমনিতেতো শাশুড়ি মাতা
ঝগড়ুটে ভাব নালিশ দাতা।
কয়টা বছর গেলে পরে
দেখবে কেমন মুর্তি ধরে।
সকাল বিকাল খাবে খোঁটা
গালির সেবন করবে মোটা।
এসব কিছু সয়ে যদি
থাকতে পার নিরবধি।
দু কান কেটে থাকো তবে
শশুর বাড়ির কলরবে।