সুদূর পথে চলতে গিয়ে ট্রেনে কিংবা বাসে,
একঘেয়েমির বিষন্নতায় ক্লান্তি যদি আসে-
দেখবে চেয়ে হাস্য মুখে অনেক কিছু নিয়ে,
আসছি আমি ভোলাব তোমায় সকল কিছু দিয়ে।
কেউবা ডাকে ফেরিওলা কেউবা বলে হকার!
কর্ম করে খাচ্ছি আমি তাই নইতো বেকার।
ন্যায্য দামেই জিনিস বেচি নিইনা বেশি কোন-
আমার কাছে জিনিস নিলে ঠকবেনা ভাই জেন।
কি এত ভাই ভাবছো বলো যেইটা খুশি নিও
দেখে শুনে পরখ করে দামটা পরে দিও।
এই যানেতেই কাটছে সময় সকাল থেকে রাতি-
কয়টা টাকা পেলে তবেই জ্বলবে নিশার বাতি।
জিনিস নিয়ে বলোনা ভাই রাখতে আমায় বাকি,
আজ এখানে কাল ওখানে বোঝনা ভাই তাকি?