ব্যস্ততার জীবনে সময়ের দাম
হীরের চাইতে বেশি।
ক্লান্ত ফেরার পথে,
পায়ে কোমোল পরশ-
কী এটা! !
একটা কুকুর
শুধু পায়ে পায়ে হচ্ছে
লেজ নাড়ছে,  আর কি যেন
বলছে,  আকুতি মিনতির মাধ্যমে।
মায়া পড়ে যায়
কোলে তুলে নেন বাবু,
বাড়িতে এনে খেতে দেন
খেতে পেয়ে কি আনন্দ কুকুরটার
বাবুদের পরিবারের একজন হয় সে।
দুটো খেলেও কাজে কিন্তু ষোল আনা ।
অজানা কাউকে বাড়ির কাছে এলেই
তীব্র স্বরে তার প্রতিবাদ জানায়।
বাবু বাইরে গেলে সে বডিগার্ড হয়-
পরিবারের বেশ প্রিয় হয়ে ওঠে সে
ধীরে ধীরে বেড়েও ওঠে।
তারপর একদিন----
একটা পাগলা কুকুর
হঠাৎ করে বাবুর দিকে তেড়ে আসে,
তা সে সইবে কেন?
ঝাঁপিয়ে পড়ে তার উপর।
বাবু রক্ষা পায়-
কিন্তু কামড় খায় কুকুরটি।
বাড়ি ফেরেন বাবু
পেছন পেছন কুকুরটিও।
চিন্তায় পড়ে পরিবার
যদি কুকুরটার জলাতঙ্ক আসে! !
চিকিত্সা করাবেন?
সায় পান না পরিবারের।
সামান্য কুকুরের জন্যে এতটা!
সইবেনা কেউ।
তাই তার খাবারে মেশে
সস্তার  কুজলা!!
মহানন্দে ভক্ষণ করে সে।
সে তো কুকুর! !
বিশ্বাস করাই তার ধর্ম।
যন্ত্রনা উঠলে সে ভাবে
তার ব্যথা বুঝি অন্য কোন কারনে
সে ভাবতেই পারেনা চরম সত্যটা ।
কাতরাতে কাতরাতে ডাকতেই থাকে
দরজায় আচড়াতে আচড়াতে
নিথর হয়ে আসে দেহটা
তবু সাড়া পায়না কারো।
সে যে কুকুর! !!
সে যে কুকুর! !!