দেখেছ কি মাছ বাজারে
     বাচচু নামের ছেলে,
বেচছে কত হরেক মাছে
     দিব্যি হেসেখেলে।


বাচ্চা হলেও হয় যে মনে
      একটা ধানি লঙ্কা,
ছোট বড় যে কেউ আসুক
      নাই যে কোন শঙ্কা।


সোজা কথা সোজা করেই
     বলতে সে যে জানে-
বাঁকা বাঁকির লুকোচুরি
     সয়না কোনখানে।
    
ভাবছো বুঝি বাচ্চা বলে
    ঠকিয়ে তারে দেবে?
নয়তো সোজা উল্টে দেখো
   তোমার কাছেই নেবে।