উল্টো পুরাণ চলছে দেখ
     উল্টো পাল্টা ভাবে,
ধাক্কা খেয়ে সমাজটাও
     বদলে বুঝি যাবে।


বিদঘুটে সব নিয়ম বাঁধা
      স্বেচ্ছাচারি সবে-
বলতে গেলে সঠিক কথা
    মুন্ডু নেবে তবে।


পিঠ বাঁচাতে ত্রস্ত সবাই
    ব্যস্ত নিজের কাজে-
কার বা কিবা এল গেল
    ওসব ভাববে নাযে।


রক্ষকেরা চতুর ভাবে
   খাচ্ছে লুটেপুটে-
কম বেশিতে ঝগড়া বাধে
    টাকা পয়সার লুটে।


যাদের নিয়ে রাজার রাজা
    করছে এমন ভাগ-
ছিটে ফোঁটাই পাচ্ছে তারা
    বেশির ভাগে ছাগ।


এমনি করেই কাটে যখন
    বছর কয়েক ত্রাসে,
একটা রাজার পতন হয়ে
   অন্য রাজা আসে।


পরের রাজা যতই বলুক
    শান্তি প্রিয় তিনি,
দুর্নীতিতে বরং বেশি
    আগের চেয়ে ইনি।


এমনি ভাবেই আসতে থাকে
     রাজার থেকে রাজা-
ওদের ভোটে জিততে দিয়ে
     ঠকছে যত প্রজা।


আসছে সেদিন যেদিন ওরা
    উঠবে সবাই জেগে,
পৃষ্ঠ হবে ভণ্ড যত
     ওদের চলার বেগে।


ওরাই পারে আনতে সুদিন
      ফেলতে রাজায় পায় -
দীন হলেও ওদের হাতেই
      বর্ষ শেষের রায়।