একলা কেন বিষণ মনে
     কোথায় তোমার সই? -
এসোনা বঁধূ তোমার সনে
    মনের কথা কই।


খলের স্বভাব নাই তো আমার
    কথার চাতুরি নাই,
আপন ভেবে সবারে তাই
     মনের মাঝে পাই।
আত্মীয় তাই সবার মাঝে
    একান্ত যে হই-
এসোনা বঁধু তোমায় দুটো
     মনের কথা কই।
    
বাড়িয়ে দিলে তোমার ও হাত
    ধরব যতন করে,
সরল প্রাণের মধূর কথায়
    তেমনি দেব ভরে।
গোমড়া মুখে থাকব বসে
   তেমন আমি নই-
এসোনা বঁধূ তোমার সনে
    মনের কথা কই।


দুদিনের এই জীবনটাতে
     একলা থাকা মিছে-
স্বজন হারায় স্রোতে,  তবু
    বন্ধু থাকে পিছে।
তেমনি আমি সবার সাথে
     নিবিড় হয়ে রই-
এসোনা বঁধূ আপন হয়ে
    মনের কথা কই।