গ্রামের কোনে ছিল দুজন বুড়ো বুড়ির বাস-
সুখের দেশে মিলেমিশে কাটতো বার মাস।
গায়ের বরণ ছিল বুড়ির কয়লা কুচো কালো ,
লজ্জা রাঙা হলে বুড়ি যখন তখন লালো।
শ্বেতি রোগের প্রকোপ হঠাৎ পড়লো বুড়ির গায়ে!
কয়েক দিনের মধ্যে ওসে সর্ব শরীর ছায়ে।
দুএক জায়গা কাল রেখে করল সবই সাদা,
কিছুই না ফল হল খেল ওষুধ গাদা গাদা।
বুড়ো বলে বুড়ি আমার ফর্সা ব্যাপক হল,
ওগো ঠাকুর কালো গুলো ফর্সা করে তোল।