আকাশ ভরে সোনার আলোয় আঁধার সরে দূরে-
নবীন রবি আসছে ওরে ধরার হৃদয় পুরে।
উঠল যখন দেখায় তারে ছোট্ট শিশুর মতো,
কৈশোর তার বোঝায়,  বেলা বাড়তে থাকে যত।
যৌবনে সে দূপূর বেলা তেজী সবার চেয়ে,
বার্ধক্যে বৈকালেতে অসার আসে ছেয়ে।
কালের ডাকে পরলোকে যায় সে ক্রমে ধীরে-
তারই শোকে আঁধার ঢাকে রিক্ত পৃথিবীরে।
এমনি করেই চলতে থাকে সূর্য জীবন ধারা-
যেমনি করে জীবন্মৃত্যু চলছে জগৎ সারা।