কর্ম করো, কর্ম করো,
কর্ম করো ভাই
কর্ম ছাড়া এই জগতে
আর কিছু যে নাই।।


কর্ম বিনে যায়কি বাঁচা
শূন্য রবে প্রাণের খাঁচা
রত্ন খুঁজে, মিলবে না যে
হাত বাড়িয়ে পাবে ছাই।।


চলছে জগৎ সৃষ্টি থেকে
   একই নিয়ম মেনে
কর্ম ছাড়া বিনাশ হতো
   প্রলয় সৃষ্টি ক্ষনে ।


প্রাণের আয়ু যাবে সরে
কর্মটা তোর রইবে পড়ে
তাই, আয়রে সবে, ব্যস্ত ভবে
কর্ম করে শান্তি পাই।।