বিজ্ঞানীদর জটিল মাথায়
       জটিল কিছু চিন্তা  ধরে,
কতশত জিনিস দিয়ে
       নতুন কিছু তৈরি করে ৷
কৃটিল যত জটিল মানুষ
       লাগায় সে কূ কর্ম পরে,  
পৃথিবীরই জিনিস দিয়ে
      পৃথিবীকেই ধ্বংস  করে৷


দিকবিদিকে দূষণ ছড়ায়
      ইচ্ছে খুশি কাটছে গাছ,
ভরছে বাতাস  গাড়ির ধোঁয়ায়
     হচ্ছে ফাঁকা নদীর মাছ৷
তবুও সে মানুষ বলে
     শ্রেষ্ঠ  জীবের গর্ব ধরে
পৃথিবীরই জিনিস দিয়ে
      পৃথিবীকেই ধ্বংস  করে৷


ভয়ঙ্করী  ক্ষেপণাস্ত্র
       যুদ্ধবিমান পিছে ফেলে,
পারমাণু  শক্তিতে তাই
      আজকে  সমাজ আস্থা  পেলে ৷
কয়েকটা তার ফাটলে পরে
     মানব সমাজ তলান্তরে
পৃথিবীরই জিনিস দিয়ে
      পৃথিবীকেই ধ্বংস  করে৷


আসছে সেদিন যেদিন  পৃথি
     চলবে নিজের  ইচ্ছে পথে,
কূটিল মনের জটিলদের আর
     টানবে না আর নিজের  রথে৷
নতুন করে সাজবে আবার
      সব কিছুকে সাজিয়ে  নিয়ে
মুক্ত বাতাস  বেড়াবে তায়
      খুশি মনের খোরাক দিয়ে৷