জীবন  যে এক তরীর মতো
        হাওয়ায় ভেসে চলে,
মাঝি  তবু  দাঁড়টা টেনে
       হৈয়া মারো বলে৷


উজান রূপে কপাল যেন
      সামনে তারে ঠেলে,
সেই সে আবার  ভাটির টানে
    পেছনে তায় ফেলে ৷


জীবন  মানে বাইতে শেখা
     লক্ষ্য রেখে দূরে,
ভাগ্যটারে তুরুপ  করে
     যাত্রা  অচীনপুরে ৷