একটু চেয়েছিলাম উড়তে
ডালের থেকে ডালে
শাখায় থেকে শাখায় ;
মধূর সুরে গান গেয়ে
তোমায় ভুলিয়ে দিতে :
আর চেয়েছিলাম
সত্য কথা সোজা করে বলতে ৷


সব ঠিক ছিল
বাধ সাজল শেষেরটি;
তোমার ডিক্সনারিটা
বাঁকা কথায় পরিপূর্ণ ;
সত্যকে ঘুরিয়ে এমন
বাঁকা কথায় প্রকাশ করো;
সত্য ঢেকে যায় ধোঁয়াশায় ৷
অন্য কারোর সোজা কথা
তুমি শুনবে কেন?
তাই ডানা দুটি ছাঁটলে আমার ৷


আকাশের নীলিমা!!
এখন অধরা আমার:
নাই ডালায় ডালায় দোলার সাফল্য ৷
কিন্তু আছে , সত্যের সুরে গাইবার
সেই তেজদৃপ্ত গলা;
আর আছে সত্যের অপরূপ বানি ৷
আরো হাজারো পাখি এখন আমার সাথে ৷
ক'জনের ডানা ছাঁটবে তুমি?
বাঁধবে বাধার শৃঙ্খলে?
সত্যকে বাঁধা যায়না
তা উন্মোচিত হবেই ৷
তুমি চাও বা না চাও
তোমার মুখোশ খুলবেই !
তখন???